নড়াইল প্রতিনিধি
করোনার সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউন চলাকালে কর্মক্ষম ও ক্ষতিগ্রস্থ ৮০জন অসহায় মানুষ ৩৩৩ নম্বরে ফ্রি কল করে খাদ্য সহায়তা পেয়েছেন। বুধবার (৪ আগষ্ট) দুপুরে নড়াইল সদর উপজেলা কোয়াটার চত্বরে এসব খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সহায়তার মধ্যে ছিলো ১০ কেজি চাল, ১কেজি ডাল ও ১কেজি তেল।
এসব খাদ্য সহায়তা তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিনা সুলতানা।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম বলেন, ‘করোনার সংক্রমণ প্রতিরোধে সারাদেশে লকডাউন চলছে। লকডাউনে কর্মক্ষম ও ক্ষতিগ্রস্থরা খাদ্য সহায়তার জন্য ৩৩৩ নম্বরে ফ্রি কল করছেন। তাদেরকে আমরা খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি।
তাছাড়া বাড়িতেও পৌছে দেয়া হচ্ছে। ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রনালয়ের বরাদ্দকৃত চালের সাথে এক কেজি তেল ও এক কেজি ডাল দেওয়া হচ্ছে। এ পর্যন্ত নড়াইল সদর উপজেলায় ৮৩৫জন অসহায় ও দুঃস্থ ব্যক্তিকে এ সহায়তা প্রদান করা হয়েছে।