সহিদুল ইসলাম, মধুখালী
পৃথিবীতে প্রত্যেক প্রানীর জীবনে ভালোবাসা আছে। মানুষের জীবনে যেমন ভালোবাসা আছে ঠিক তেমনি পাখীর জীবনে ভালোবাসা আছে। আর সেই ভালোবাসার গাছপালা সহ একটি পল্লী আছে। আর সে পল্লী হলো ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নে মধুমতি নদীর ধারে কালী মন্দির সংলগ্ন অবস্থিত তারাপুর পাখী পল্লী গ্রাম।
এই গ্রামে একটি বিশাল বড় নদীর ধারে একটি বাগান আছে। এই বাগানে বিভিন্ন প্রজাতির পাখির আওয়াজ, কলকাকোলি গান এবং পাখির বাস দেখা যায়। তাই একটি মনোরম পরিবেশ পাখি ভালোবাসার বাগান বলে আখ্যায়িত।