তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
শনিবার (৩১ জুলাই) তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৬ জনের র্যাপিড এন্টিজেন টেস্ট করে নতুন করে ২৭ জন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে গত দুই মাসে উপজেলায় মোট করোনা পজেটিভ ৬৯০ জন এবং মৃতঃ হয়েছে ১৮ জনের। করোনা আক্রান্তের হার ৪১ দশমিক ৩৯ শতাংশ।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল-আমীন সোহান বলেন, শনিবান ৫৬টি নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ এসেছে ২৭ জনের।
তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার বলেন, দুই মাসের এ পর্যন্ত উপজেলায় সর্বমোট স্যাম্পল কালেকশন করা হয়েছে ১৬৬৭ জন জনের। এরমধ্যে মোট করোনা পজেটিভ ৬৯০ জন এবং মৃতঃ হয়েছে ১৮ জনের। এদিকে করোনা ভাইরাসে সংক্রমণ রোধে ও সামাজিক দূরত্ব নিশ্চিতে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।