আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া এলাকার কামারখালী খালে অবৈধভাবে নেটপাটা দিয়ে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে ভ্রাম্যমান আদালতে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে মৎস্য রক্ষা ও সংরক্ষণ-১৯৫০ আইনের ৫ এর ১ ধারায় তেঁতুলিয়া গ্রামের কাসেম আলী মোড়লের ছেলে আবু তালেবকে খালে অবৈধভাবে নেটপাটা দিয়ে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে ৪ হাজার টাকা জরিমানা করেন।
একই সাথে তাদেরসহ ইউপি সদস্য অমৃত সানা, ইউপি সদস্য গোলাম মোস্তফা ও টেংরাখালী গ্রামের অমিত মন্ডলের নেটপাটা অপসারণ করা হয়। এসময় সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার (দ্বীপ), ভূমি অফিসের (নাজির) সুগত অধিকারীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।