ফুলতলা প্রতিনিধি
ফুলতলা থানা পুলিশ ২ লিটার দেশি তৈরি চোলাই মদসহ আব্দুর রাজ্জাক (৩৮) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
থানার অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিন জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ফুলতলা বাজারের পানপাট থেকে ২ লিটার দেশি চোলাই মদসহ আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়। সে খানজাহান আলী থানার গিলাতলা গ্রামের আলা বক্সের পুত্র।
এ ব্যাপারে ফুলতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা (নং- ১৮, তারিখ- ৩০/০৭/২১ ইং) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।