ফুলতলা প্রতিনিধি
ফুলতলা উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা আফরুজ্জামান জাতীয় শুদ্ধাচার পুরস্কার- ২০২১ এর জন্য মনোনীত হয়েছেন।
তিনি পেশাগত জ্ঞান ও দক্ষতা, সততার নিদর্শন, নির্ভরযোগ্যতা ও কর্তব্যনিষ্ঠা, শৃংঙ্খলাবোধ, সহকর্মীদের সাথে আচরণ, সেবাগ্রহিতার সঙ্গে আচরণ, প্রতিষ্ঠানের বিধি নিষেধের প্রতি শ্রদ্ধাশীলতা, সমন্বয় ও নেতৃত্বদানের ক্ষমতা, তথ্য প্রযুক্তি ব্যবহারে পারদর্শীতা, পেশাগত, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক নিরাপত্তা সচেতনতা, ছুটি গ্রহনের প্রবণতা, উদ্ভাবনী চর্চা, বার্ষিক কর্ম সম্পাদক চুক্তি বাস্তবায়নে তৎপরতা, সোস্যাল মিডিয়া ব্যবহার, স্বপ্রণোদিত তথ্য প্রকাশে আগ্রহ, উপস্থাপন দক্ষতা, ই-ফাইল ব্যবহারে আগ্রহ, অভিযাগে প্রতিকারে সহযোগিতা, মন্ত্রনালয় বা বিভাগ কর্তৃক ধার্যকৃত অন্যান্য কার্যক্রমের উপর বন্টনকৃত নম্বরের ভিত্তিতে মনোনয়ন পান।