মধুখালী প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের মধুবোন মোড় থেকে সমাধিনগর ব্রীজ পর্যন্ত রাস্তার বেহাল দশা।
আড়পাড়া ইউনিয়নের গড়িয়াদহ মোড় দিয়ে বালিয়াকান্দী ও রাজবাড়ী জেলায় যাওয়ার পথে লোড গাড়ী চলাচল করার কারনে পাকা সড়কটি জাগায় জাগায় রাস্তার ফাটল ধরে গেছে। আর ডুমাইন মধুবন মোড় থেকে সমাধিনগর বাজার যাওয়ার পথে সমাধিনগর ব্রীজ পর্যন্ত কাপেটিং উঠে রাস্তা ছুলে গেছে। তাই রাস্তা ভাল রাখার জন্য রাস্তা মেরামত অতি জরুরী বলে সর্ব সাধারন মনে করেন। পাশাপাশি রাস্তা মেরামতের জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান।