কপিলমুনিতে কপোতাক্ষ নদের চরে বস্তাবন্ধি লাশ উদ্ধার

0
117

কপিলমুনি প্রতিনিধি

খুলনার কপিলমুনিতে কপোতাক্ষ নদের চরে রামনাথপুর নামক স্থানে বস্তাবন্ধি অবস্থায় আজ্ঞাত ব্যক্তির অর্ধগলিক লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে এলাকাবাসি স্থানীয় হরিঢালী পুলিশকে জানালে থানা পুলিশ লাশটি উদ্ধার করে। পরে সুরত হাল রির্পোট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেলে পাঠিয়েছে।

পুলিশ ও এলাকা বাসি সুত্রে জানাযায়, লাশটি গত তিনদিন ধরে উপজেলার হরিঢালী ইউনিয়ানের রামনাথ পুর নামক স্থনে কপোতাক্ষ নদে বস্তাবন্ধি অবস্থায় পানিতে ভাসতে দেখে। তার পরিচয় এখনো পাওয়া যাইনি।

স্থানীয় সাবেক ইউপি সদস্য সন্তোষ বিশ্বাস জানান, তিন দিন ধরে কপোতাক্ষ নদে লাশটি বস্তাবন্ধি অবস্থায় ভাসতে দেখে পুলিশকে খবর দেই।

পাইকগাছা থানার ওসি এজাজ শফী জানান, এলাকাবাসির খবরের প্রেক্ষিতে সেখানে যাই। লাশটি অর্ধগলিত ইট বাঁধা অবস্থায় বস্তাবন্ধি ছিল। সিআইডি এসে সুরত হাল রির্পোট শেষে তাকে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here