বিষপানে কৃষকের আত্মহত্যা

0
191

শ্যামল দত্ত, চৌগাছা

যশোরের চৌগাছায় মিজানুর রহমান (৪৫) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন। শুক্রবার সকালে পেটের যন্ত্রনা সইতে না পেরে তিনি ইদুর মারা বিষ (গ্যাস ট্যাবলেট) খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নেয়ার এক পর্যায়ে তার মৃত্যু হয়। তিনি উপজেলার নগরবর্ণি গ্রামের মৃত মোহাম্মদ সর্দারের ছেলে।

মৃতের ছেলে রিপন হোসেন হাসপাতালে সাংবাদিকদের জানান, আগে থেকেই তিনি শারিরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। শুক্রবার সকালে আব্বা পেটের যন্ত্রনা সইতে না পেরে ইদুর মারা বিষ (গ্যাস ট্যাবলেট) খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আমরা বুঝতে পেরে স্থানীয়দের সহযোগীতায় দ্রুত হাসপাতালে নিয়ে আসি।

উপজেলা সরকারি মডেল হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসিএমও) মুহিবুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে তাকে ওয়াশ করে ওয়ার্ডে বেডে দেয়ার পর তিনি মারা যান।

তিনি আরো জানান, ওয়াশের পর জরুরী বিভাগের চিকিৎসক মাছুম বিল্লাহ তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেছিলেন। তবে রোগীর স্বজনরা যশোর না নিয়ে বন্ড দিয়ে চৌগাছা হাসাপাতালেই রাখেন।

এ ব্যাপারে চৌগাছা থানার উপ-পরিদর্শক শেখ বাচ্ছু বলেন, কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দাফন করার অনুমতি দেয়া হয়েছে।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here