শ্যামল দত্ত, চৌগাছা
যশোরের চৌগাছা পৌরসভা ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডবাসিসহ বিভিন্ন গ্রামাঞ্চলের গরিব অসহায় পরিবার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ২ হাজার পরিবারের মাঝে মাংস বিতারণ করেন চৌগাছা বাজার সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক ও স্বত্বাধিকার জোসনা ইলেকট্রনিক্স ও ডিলার যমুনা গ্রুপের এ্যাডমিরার আজিজুর রহমান।
বুধবার দিনব্যাপি পৌরসভা ৪, ৫ ও ৬ ওয়ার্ড সহ বিভিন্ন গ্রাম অঞ্চলের গরিব অসহায় ২ হাজার পরিবারের মাংস বিতরন করেন এ সময় উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামী মহিলা যুবলীগের সহ-সাভাপতি জোসনা খাতুন, ৬নং ওযার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল মান্নান মনু, তুহিন রহমান, আনচার আলী, আব্দুর রাজ্জাক স্থানিয় বেক্তিবর্গ উপস্তিত ছিলেন।
এ সমায় এ্যাডমিরাল আজিজুর রহমান বলেন, প্রতি বছরের নেয় এবার ঈদুল আযহা ম্ংাস বিতারণ করছি এবার করোনা কালনি সমায় পৌর ৪, ৫, ৬ নং গরিব অসহায় পরিবারের মাঝে এবার মাংস বেশি বিতারণ করছি।সমাজি দুরত্ব বজায় রেখে মাংস বিতারন করছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন প্রতি বছর গরিব অসহায় সব সমায় পাশে থাকতে পারি।