মণিরামপুরে গ্রামবাসীর হাতে মেছো বাঘ আটক

0
138

মণিরামপুর প্রতিনিধি

মণিরামপুরে একটি মেছো বাঘ আটক করেছে গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ বাঘটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। গত রবিবার রাত ১০টার দিকে উপজেলার রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রামবাসী সূত্রে জানাযায়, ওই গ্রামের মাহবুরের বাড়ির পাশে প্রথমে কয়েকটি কুকুরের সামনে পড়ে মেছো বাঘটি। এসময় কুকুরের দল বাঘটিকে আক্রমণ করে বিকট আওয়াজ শুরু হয়। কিছুক্ষণের মধ্যে সেখানে আশপাশের ২০/২৫টি কুকুর জড় হয়ে বাঘটিকে ঘিরে ফেলে। কুকুরের অস্বাভাবিক ডাকের আওয়াজে ঘুমন্ত মানুষেরা জেগে উঠে লাঠি-সোটা ও আলো নিয়ে ঘটনাস্থলে আসতে থাকে। এক পর্যায় বাঘটি প্রাণ ভয়ে মাহাবুরের বাড়ির পাশে একটি রেন্ট্রি গাছে উঠে পড়ে।

এ সময় স্থানীয় কয়েকজন সাহসী যুবক নেট-জাল দিয়ে কৌশলে বাঘটিকে আটকে দঁড়ি দিয়ে বেঁধে ফেলে। স্থানীয় রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শহীদ তিতুমীর জানান, গ্রামবাসীর দেয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে বাঘটিকে হেফাজতে নেয়া হয়। সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে উদ্ধারকৃত বাঘের ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here