ভেন্টিলেশন সাপোর্টে ফকির আলমগীর

0
164

বিনোদন ডেস্ক

করোনায় আক্রান্ত গণসংগীতশিল্পী ফকির আলমগীরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। রোববার রাত ১০টায় চিকিৎসকরা তাকে এই কৃত্রিম সাপোর্ট দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফকির আলমগীরের ছেলে মাশুক আলমগীর রাজীব।

তিনি জানান, তার বাবার অক্সিজেন স্যাচুরেশন ৪৫-এ নেমে যাওয়ায় দ্রুত চিকিৎসকেরা শিল্পীকে ভেন্টিলেশন নেওয়ার পরামর্শ দেন। এটি দেওয়ার পর ফকির আলমগীরের অক্সিজেন স্যাচুরেশন ৯০-এ উন্নীত হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর গুলশানের একটি হাসপাতালের আইসিইউতে রয়েছেন বরেণ্য গণসংগীত শিল্পী ফকির আলমগীর। গত শুক্রবার সকালে এমন তথ্য জানান শিল্পীর ছেলে মাশুক আলমগীর। এর আগের রাজীব জানিয়েছিলেন, বৃহস্পতিবার বিকাল থেকে তার বাবার অবস্থার অবনতি হয়। এরপরই হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, ১৪ জুলাই ফকির আলমগীরের করোনাভাইরাস পজিটিভ ফল আসে। চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

ফকির আলমগীর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম শিল্পী। তারও আগে থেকে তিনি শ্রমজীবী মানুষের জন্য গণসংগীত করে আসছিলেন। সংগীতে অসামান্য অবদানের জন্য ১৯৯৯ সালে তিনি একুশে পদক পান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here