মঈন উদ্দিন, ফুলতলা
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদানের অংশ হিসেবে ফুলতলা উপজেলার ৪ টি ইউনিয়নে ২ ধাপে মোট ৪৬ টি পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয়। গতকাল সোমবার দুপুর ১ টায় উপজেলার শহীদ হাবিবুর রহমান মিলনায়তনে জমিসহ ঘর প্রাপ্তদের মাঝে ভিজিএফ কার্ড বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহিন আলম, ফুলতলা প্রেসক্লাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান প্রমুখ।