ঝিকরগাছা পশুহাটে পেন ফাউন্ডেশনের উদ্যোগে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা

0
144

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা

যশোরের ঝিকরগাছা পশুহাটে স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশন স্বাস্থ্যবিধি মেনে মাস্ক বিতরণ এবং সচেতনতামূলক প্রচারণা করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে পশুহাটে আগত ক্রেতা ও বিক্রেতাদের মাঝে বিনামূল্যে ৩হাজার মাস্ক বিতরণ এবং যশোর জেলা প্রশাসন কর্তৃক করোনা ভাইরাস প্রতিরোধে, করোনা সংক্রমণ হতে রক্ষা পাওয়ার জন্য কোরবানীর পশুর হাট ও ঈদের জামাত সহ সর্বত্র সতর্ক থাকতে, মাস্ক পড়তে, সামাজিক দূরত্ব বজায় রাখতে, ভীড় এড়িয়ে চলতে এবং সম্ভব হলে ঘরে থাকুন এই বিষয়ে নির্দেশনাসমূহ মাইকের মাধ্যমে প্রচার করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডপ্রাপ্ত মেঘনা ইমদাদ, পেন ফাউন্ডেশনের সমন্বয়কারী রিজন বিশ্বাস, মাস্টার শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক টিম লিডার প্রেসিডেন্টস অ্যাওয়ার্ডপ্রাপ্ত রোভার স্কাউট জুবায়ের বিন মকলেছ, রহমত উল্লাহ ও জাহাঙ্গীর সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ বলেন, মাস্ক বিতরণ করার সময় দেখা যায় অসংখ্য ক্রেতা-বিক্রেতা মাস্ক পরিধান না করেই পশুহাটে আগমন করছে। বেশিরভাগ মানুষ সামাজিক দুরত্ব মানছে না। তিনি স্বাস্থ্য বিধি মেনে আসন্ন পবিত্র ঈদুল আযহা উদযাপনের জন্য সকলের প্রতি আহবান করেন।

তিনি আরও বলেন পেন ফাউন্ডেশন করোনা ভাইরাস শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন সময়ে এর সংক্রমণ মোকাবেলা এবং এর বিস্তাররোধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণকল্পে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে এবং এধারা চলমান থাকবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here