কামরুল ইসলাম, অভয়নগর
অভয়নগর উপজেলায় গত ২৪ ঘন্টায় করোনায় নতুন আক্রান্ত ১৭ জন এবং সুস্থ্য হয়েছেন ৪৬ জন। এ নিয়ে মোট আক্রান্তর সংখ্যা দাড়ালো ১৬০৩ জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (সোমবার ১৯ জুলাই), গত ২৪ ঘন্টার রিপোর্ট থেকে আরো জানাযায় নমুনা পরীক্ষায় নতুন করে ১৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় মোট আক্রন্তের সংখ্যা দাড়ালো ১৬০৩ জন। বর্তমানে চিকিৎসাধীন রোগী আছে ৩৬০ জন, হাসপাতালে ভর্তি আছে ১৯ জন এবং অন্যত্র পাঠানো হয়েছে ১০ জনকে। বাকি রোগীরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।