শালিখা প্রতিনিধি
মাগুরা জেলার শালিখা উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে আড়পাড়া বাজারে গোপন সুত্রে খবর পেয়ে আড়পাড়ার পার্শবর্তী কেচুয়াডুবি গ্রামে মহেন্দ্রপদ ঘোষ এর ছেলে সত্যপদ ঘোষের ভ্যানে বহন করা ৭১ (১২৭৮০ মিটার) পিচ অবৈধ্য কারেন্ট জাল ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জব্দ করে রোববার। যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম বাতেন। তিনি মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় সত্যপদ ঘোষকে ৫ হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দ কৃত অবৈধ জাল আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ শারমিন আক্তার, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাসুদুর রহমান, ক্ষেত্র সহকারী সোহেল রানা, খন্দকার এজাজ হোসেন ও দেবাশীষ বিশ্বাস, ইউএনও অফিসের প্রসেস সার্ভেয়ার ওলিয়ার রহমান, শালিখা প্রেসকাবের স¤পাদক মন্ডলীর সদস্য হাবিবুল হক ও সোহাগ হাসান সন্ধি প্রমূখ।