বিশেষ প্রতিনিধি
র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা ২৭ জুলাই শনিবার যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট গ্রাম থেকে প্রায় সাড়ে তিন কেজি গাঁজাসহ জিয়াউর রহমান (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সে ওই উপজেলার দরাজহাট গ্রামের মৃত মোহাম্মদ মোল্লার ছেলে।
র্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানাগেছে, গোপন সূত্রে খবর পেয়ে র্যাবের একটি চৌকস দল শনিবার ভোর ৫টায় দরাজহাট গ্রামের জিয়াউর রহমানের বাড়ির সামনে থেকে জিয়াউর রহমানকে আটক করে। এ সময় তার কাছ থেকে তিন কেজি চারশ’ গ্রাম ওজন পরিমানের গাঁজা উদ্ধার করেন। সেই সাথে গাঁজা মাপার একটি ডিজিটাল স্কেলও জব্দ করা হয়েছে।
এই ঘটনায় বাঘারপাড়া থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। বাঘারপাড়া থানা পুলিশ জিয়াউর রহমানকে আদালতে সোপর্দ করেছে।