নিজস্ব প্রতিনিধি:
করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় সাতক্ষীরার জেলা প্রশাসন কর্তৃক কমিউনিটি ক্লিনিকসমূহের মাঝে পালস অক্সিমিটার বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শনিবার দুপুরে সাতক্ষীরা সদর ও কালিগঞ্জ উপজেলার সকল কমিউনিটি ক্লিনিকের এই পালস অক্সিমিটারগুলো সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের হাতে তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এসময় তিনি বলেন, বাকী উপজেলার কমিউনিটি ক্লিনিকের পালস অক্সিমিটারগুলো দু-একদিনের মধ্যে পৌঁছে দেওয়া হবে।
আরও উপস্তিত ছিলেন, সাতক্ষীরা সদর হাসপাতালের সিভিল সার্জন মোঃ হুসাইন সাফায়েত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ- জোহরা ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম।