বিশেষ প্রতিনিধি
চাঁচড়া ফাঁড়ি পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যারাতে যশোর বেনাপোল মহাসড়কের চাঁচড়া চেকপোষ্ট শ্রমিক ভবনের সামনে থেকে ৭ বোতল ফেনসিডিলসহ লিপি আক্তার নামে এক বিধবা নারীকে গ্রেফতার করেছে। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার পাঠান পাইকপাড়া গ্রামের মান্নান খাঁনের মেয়ে ও মৃত তৈয়ব আলীর স্ত্রী।
চাঁচড়া ফাঁড়ির একজন এটিএসআই গোপন সূত্রে খবর পেয়ে ১৫ জুলাই সন্ধ্যা রাত পৌনে ৭ টায় উক্ত স্থানে অভিযান চালিয়ে লিপি আক্তারকে গ্রেফতার করে। পরে তার কাছে বিশেষ কায়দায় থাকা ৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরে তাকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দেন। শুক্রবার লিপি আক্তারকে আদালতে সোপর্দ করেন পুলিশ।