মণিরামপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

0
174

মণিরামপুর প্রতিনিধি

মণিরামপুরে বিপ্লব দাস (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। সে উপজেলার খানপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা এলাকার ঋষি পল্লীর অনন্ত দাসের পুত্র। মৃতের পরিবারের দাবী বিপ্লব দাস মানষিক রোগী হওয়ায় সে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।

মণিরামপুর থানার এসআই কাজী নাজমুস সাকিব জানান, মৃতের পরিবারের দাবী গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশে ধূলোর পুকুর সংলগ্ন একটি বাগানে আম গাছের সাথে বিপ্লব গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়। এ ঘটনায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here