সহিদুল ইসলাম, মধুখালী
দেশে ঈদুল-আযহা ও করোনা ভাইরাস উপলক্ষে মাননীয় প্রধান মন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নে দুঃস্থ, গরীব, অসহায় এবং কর্মহীন মানুষের মাঝে ভিজিএফ ৯৮০জনের এবং জিআর ১৮৫জনের জনপ্রতি ১০ কেজি করে চাল মোট ১১৬৫জনের শনিবার দিনব্যাপী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সুষ্ঠ ও সুন্দভাবে বিতরন করা হয়।
খাদ্য বিতরন মোবাইলে কথা বলে উদ্বোধন করেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল হাসান (টিপু), ট্যাক অফিসার ও মধুখালী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী লুৎফর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সোহরাব হোসেন, ইউনিয়ন পরিষদের সচিব ইকবাল হোসেন, সাংবাদিক সহ সকল ইউ.পি. সদস্য ও সদস্যাগন, গ্রামপুলিশ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।