যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেলের সুস্থতা কামনায় ফুলতলা যুবলীগের দোয়া

0
122

ফুলতলা প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেল উদ্দিন ও তার সহধর্মিনীর সুস্থতা কামনা করে শুক্রবার আসর বাদ ফুলতলা উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এসকে আলী ইয়াসিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বি.এম.এ সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপপী, জেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আসলাম খান, জেলা আওয়ামীলীগের সদস্য জামিল খান। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবু তাহের রিপন, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, আওয়ামীলীগ নেতা শহীদুল ইসলাম মোল্যা, যুবলীগ নেতা শহীদুল্লাহ প্রিন্স, সাবেক ছাত্রলীগ নেতা এসকে মিজানুর রহমান, এস রবিন বসু, বিধান রায়, জেলা তাঁতী লীগ নেতা কাজী আজাদুর রহমান হিরক, জেলা ছাত্রলীগ নেতা রায়হান জামান অয়ন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসকে সাদ্দাম হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা বাঁধন, সুপ্ত, সৈনিকলীগ নেতা আঃ জব্বার শেখ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here