সত্যপাঠ রিপোর্ট
যশোরের কথা (ফেসবুক গ্রুপ ও পেজ) উদ্যোগে আজ বিকাল ৪টা ৩০ মিনিটে পাড়া টিবি কিনিক এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষ দের মাঝে বিনামূল্যে ৫০ জনকে সাধারণ জর,সর্দি, কাশি,এসিডিটির ঔষধ ও মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যশোরের কথা পেজ ও গ্রুপের এডমিন মাসুদুর রহমান, সদস্য শ্যামল শর্মা, সাখাওয়াত হোসেন, মিজান মুন্সি, মাসুদ মুন্সি সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ।
গ্রুপের এডমিন মাসুদুর রহমান বলেন করোনাকালীন সময়ে সাধারণ মানুষেরা খাবারের পাশাপাশি ওষুধের সংকটে আছে। তাই প্রাথমিক ভাবে স্বল্প আকারে মানুষের পাশে দাড়ানোর ুদ্র প্রয়াস। এ ব্যাপারে বিত্তবানরা সহযোগিতার হাত বাড়ালে আর ও ব্যাপকভাবে সাধারণ মানুষের ওষুধ সেবার হাত প্রসারিত করা সম্ভব।