বিশেষ প্রতিনিধি
মেয়েলী ঘটনাকে কেন্দ্র করে শহরের শংকরপুর গোলপাতা মসজিদের পাশে এক বাড়িতে প্রকাশ্যে চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়ে স্বামীস্ত্রীকে মারপিট পূর্বক ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। মঙ্গলবার ১৩ জুলাই রাতে মামলাটি করেন ওই এলাকার সাইফুল শেখ এর স্ত্রী তানিয়া সুলতানা। আসামী করা হয়েছে, একই এলাকার খালেদ আহম্মেদের ছেলে ফিরোজ আহম্মেদ ও ফিরোজ আহম্মেদ এর স্ত্রী ফরিদা আক্তার রোজি।
তানিয়া সুলতানা মামলায় উল্লেখ করেন, মেয়েলী ঘটনাকে কেন্দ্র করে উক্ত আসামীরা স্বামী সাইফুল শেখকে খুন জখমের জন্য সুযোগ খুঁজতে থাকে। গত ৫ জুলাই বিকেলে সাইফুল শেখ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় উক্ত আসামীরা ঘরে ঢুকে সাইফুল শেখকে মারপিট শুরু করে। এ সময় তানিয়া সুলতানা ঠেকাতে এলে তাকে মারপিট করে তার গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় সাইফুল শেখকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।