সত্যপাঠ ডেস্ক
যশোরে চলমান লকডাউন চলাকালে অভাবী মানুষ ও বেওয়ারিস কুকুরের খাবার সহায়তার পাশাপাশি বৃহস্পতিবার সকাল ১০ টায় যশোর চার খাম্বা মোড়ে শ্রমজীবী, রিকশা, ভ্যান চালক, ফুটপাত দোকান্দার এবং শহরে আগত এমন প্রায় চার শতাধিক মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছে বিকেএসপির দুই শিক্ষার্থী।
বিকেএসপির জুডো ও জিমনাস্টিক বিভাগের শিক্ষার্থী সুমাইয়া শিকদার ইলা ও তার ছোট বোন সুরাইয়া শিকদার এশা মানবিক চিন্তা ও দেশের বর্তমান সংকটকালে পারিবারিক উদ্যোগে তারা এগিয়ে এসেছে বলে জানায় দুই শিক্ষার্থী।
তারা বলেন, যেহেতু আগামি সাত দিনলকডাউন শিথিল সেহেতু মানুষের চলাচল বাড়বে এতে সংক্রমনের হার বৃদ্ধি পাবে। মাস্ক বিতরণকালে তারা মানুষের সচেতন করে বলেন, মাস্কের সঠিক ব্যবহার করতে হবে এবং যেখানে সেখানে পুরাতন মাস্ক ফেলা যাবে না এবং আমাদেরকে সর্বোচ্চ সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচল করতে হবে।