মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সাধারণ সম্পাদক সাবেক ব্যাংকার ফিরোজ ইকবাল ঢাকায় রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার ভোর চারটায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তার স্ত্রী, তিন মেয়ে, নাতি-নাতনি সহ অসংখ্য আতœীয় স্বজন এবং গুনগ্রাহী রয়েছেন।
যশোর শহরের পুরাতন কসবা ফাতিমা হাসপাতালের অদুরে আব্দুল আজিজ সড়কের স্থায়ী বাসিন্দা ছিলেন ফিরোজ ইকবাল। ছাত্র জীবনে তিনি ছাত্র ইউনিয়নের সাথে সম্পৃক্ত ছিলেন। চাকুরী জীবনে তিনি সোনালী ব্যাংক বিভিন্ন শাখায় ম্যানেজার ছিলেন। অবসর জীবনে রাজনৈতিক, সামাজিক, নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম সদস্য ছিলেন তিনি। তার মৃত্যু তে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন যশোর ৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। তিনি সর্বশক্তিমান আল্লাহর নিকট তার বিধেহী আত্মার শান্তির জন্য মাগফিরাত কামনা করেন।
প্রেস বিজ্ঞপ্তি