তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
বীরমুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তালায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১ টায় তালা মুক্তিযোদ্ধা সংসদে বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়াদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব ও জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, জেলা আওয়ামী লীগের সাস্থ্য বিষয়ক সম্পাদক ও মুক্তিযোদ্ধার সন্তান ডাঃ সুব্রত ঘোষ, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোড়ল আবু বক্কার, বীর মুক্তিযোদ্ধা মেহাম্মদ আলী বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আহবায়ক শেখ জাহিদুর রহমান লিটু প্রমুখ।
জাহিদুরে রহমানের পরিচালনায় অনুষ্ঠানে উপজেলার ১২ ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে করোনাভাইরাস জনসচেতনতা মূলক প্রচার ও মাস্ক বিতরণ করা হয়।