ফুলতলা প্রতিনিধি
পবিত্র ঈদ উল আযহাকে সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে ফুলতলা বাজারের গরুহাট পরিচালনা করার লক্ষ্যে বৃহস্পতিবার পৃথক দুটি সভা অনুষ্ঠিত হয়।
বিকেল ৪ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিনের সভাপতিত্বে ও বেলা ১২ টায় থানার অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে পৃথক দুটি সভায় উপস্থিত ছিলেন থানার ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ, জেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আসলাম খান, ফুলতলা প্রেসক্লাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, ভেটনারী সার্জন ডা. তরিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আফরুজ্জামান, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবিন বসু, সাধারণ সম্পাদক মনির হাসান টিটো, হানিফ মোহাম্মদ ভূঁইয়া লাকি, লিটন ভূঁইয়া, ইউপি সদস্য মোল্যা আলমগীর হোসেন প্রমুখ।
গরু হাট চলাকালীন সময়ে নিরাপদ দুরত্ব বজায় রাখতে হবে, ক্রেতা ও বিক্রেতা উভয়ের বাধ্যতামুলক মাস্ক ব্যবহার করতে হবে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের ব্যবস্থা রাখতে হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।