ফুলতলা প্রতিনিধি
ফুলতলা প্রেসকাবের সহ-সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের ভ্রাতা ও সাবেক ফুটবলার আবুল হাসান বাচ্চু (৫২) গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টায় মহামারী করোনা আক্রান্ত হয়ে খুলনা সদর হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না………….রাজেউন)।
বৃহস্পতিবার সকাল ১০ টায় ফুলতলা বাজারস্থ তাজপুর গ্রামের নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। নামাজে জানাজায় ও পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার বাড়িতে উপস্থিত হন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গাওসুল আজম হাদী, আ. গণি বক্স, আব্দুল আলিম, ব্যবসায়ী জাহাঙ্গীর মোড়লসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। তার আত্মার মাগফেরাত কামনা, গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন ফুলতলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন ফুলতলা প্রেসক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি মহাতাব উদ্দিন আহম্মেদ, রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক গৌর হরি দাস, সহ-সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্যা, ডা. আ. হাই, তরিকুল ইসলাম টলা, কোষাধ্যক্ষ জাহিদুল হক, সদস্য শফিকুল ইসলাম, শরীফ বিল্লাল হোসেন, মঈন উদ্দিন ময়না, ফারুকুজ্জামান বিপ্লব, আ. হাফিজ কচি, মহিবুল ইসলাম মুন্না, রাসেল শেখ, আ. মান্নান সরদার, মাসুদ আহম্মেদ, রাজিবুল হাসান, ডা. জয়দের সরকার।