শ্যামল দত্ত, চৌগাছা
ওয়ান ব্যাংক যশোরের চৌগাছা শাখার উদ্যোগে করোনাকালীন সময়ে কর্মহীন দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক আশিক ইকবাল। প্রধান অতিথি ছিলেন চৌগাছা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম কবির।
এ সময় উপস্থিত ছিলেন চৌগাছা থানা পুলিশের এসআই বিপ্লব কুমার সরকার, এএসআই ইব্রাহীম হোসেন,জাগরণীচক্রের এরিয়া ম্যানেজার কবির উদ্দীন, ওয়ান ব্যাংকের অফিসার এসএম হাফিজুল্লাহ, কাজী সালেহ আহমেদ প্রমুখ। কোভিন মহামারীতে ক্ষতিগ্রস্তদের ৩০৮ জন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতারণ করেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, তেল, আলু, পিঁয়াজ, ঝাল, রসুন, লবণ ও সাবান।