বিশেষ প্রতিনিধি
কর্মহীন একশ’ হোটেল শ্রমিকদের মাঝে খাদ্যপণ্য বিতরণ করেছে যশোরে জেলা পুলিশ। বুধবার বিকাল ৫টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এই খাদ্য বিতরণ করা হয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসালাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাহাঙ্গীর আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (ক) সার্কেল বিলাল হোসেন উপস্থিত থেকে এই খাদ্য সামগ্রি বিতরণ করেন।
কোতয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) সুমন ভক্ত বলেছেন, যশোর পুলিশ সুপার মহাদয়ের পক্ষ থেকে কর্মহীন একশ’ হোটেল শ্রমিকের প্রত্যেক পরিবারের মাঝে ১০ কেজি চাল, এক কেজি পোলাওয়েে চাল, সেমাই, চিনি, দুধ ও একটি সাবান দেয়া হয়েছে।