এস.এম মুসতাইন, বসুন্দিয়া
বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের বাকড়ী বাজার সার্বজনীন পুঁজা মন্ডপের সামনে ১৪ জুলাই বুধবার দুপুরের পর এগারোখান নিঃস্বার্থ সেচ্ছাসেবী দল (নিস্বেদ) এর আয়োজনে করোনা প্রতিরোধে জনসচেতনতা, বিনামূল্যে মাক্স, স্যানিটাইজার, ঔষধ ও জরুরি অক্সিজেন কার্যক্রমে জরুরী সেবা কেন্দ্র শুভ উদ্বোধন ও মহামারী করোনা ভাইরাসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বাগডাঙ্গা সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক, সেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা বাবু রতন কুমার ঘোষ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইচ চেয়ারম্যান, সেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা বিথীকা রানী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন জামদিয়া ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য ভারতী রানী বিশ্বাস, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) যশোর জেলা কমিটির সদস্য, সেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা মন্ডলী কমরেড বিপুল কুমার বিশ্বাস।
এছাড়া উপস্থিত ছিলেন বাবু বিদ্যুৎ কুমার বিশ্বাস, ইন্দুবালা লস্কর, জয়দেব কুড়ি বিশ্বাস, বাবু নয়ন কুমার মিত্র, শ্রীমতী রুপা বিশ্বাস, বাবু কংকন পাঠক, বাবু বিপ্লব কুমার বিশ্বাস, বাবু বন্ধন কুমার বিশ্বাস, উলকা রানী বিশ্বাস, বাবু সঞ্জয় কুমার বিশ্বাস, সঞ্চিতা রানী বিশ্বাস প্রমূখ।