স্বামীর সম্পত্তি নিয়ে দু’স্ত্রীর পরিবারে মধ্যে দ্বন্দ্ব চরমে

0
133

বিশেষ প্রতিনিধি

যশোর সদর উপজেলার ঘুণি গ্রামের মাস্টার আব্দুল মুজিদের অর্ধকোটি টাকা নিয়ে দুই স্ত্রী ও তার সন্তানদের মধ্যে চরম আকার ধারণ করেছে। এ ঘটনায় স্থানীয় পর্যায়ে কয়েকবার সালিশী বৈঠক হলেও সুরাহা না হওয়ায় প্রথম স্ত্রীর মেয়ে আসমা সিফাতী সুইটি আদালতে মামলা দিয়েছেন। মামলায় বিবাদী করা হয়েছে তার পিতার দ্বিতীয় স্ত্রী আনোয়ারা বেগম, তার ছেলে উম্মে সালমা পারভীন জলি, লাভলু, নাজমা খাতুন বিথী, সুলতানা আল মুবিন, লিটন, শামছুদ্দিন। আদালতে পিটিশন নম্বর ২২৪/২১।

আসমা সিফাতী সুইটি পিটিশনে উল্লেখ করেছেন, তার পিতার দুই স্ত্রী। প্রথম স্ত্রী ৪ ছেলে মেয়ে ও দ্বিতীয় স্ত্রীর ৪ ছেলে মেয়ে। সম্প্রতি ঘুণি এলাকায় তার পিতার কিছু জমি বাংলাদেশ সরকারের রেলওয়ে কর্তৃপক্ষ অধিগ্রহণ করে নেয়। এ জন্য তার পিতা সর্বোমোট ৩৩ লাখ টাকা পেয়েছেন।

ওই টাকার মধ্যে উভয় পরিবারের মধ্যে ২৩ লাখ ভাগ করেন। বাকী ১০ লাখ টাকা পিতা আব্দুল মজিদ রেখে দেন। কিন্তু দ্বিতীয়স্ত্রী ও তার ছেলে মেয়েরা ওই টাকা ব্যাংক থেকে কৌশলে তুলে নিয়েছেন। একই সাথে তার পিতার কাছ থেকে কিছু জমিও লিখে নিয়েছে।এ ঘটনার প্রতিবাদ করায় তাদেরকে জীবন নাশের হুমকি দিচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here