বিশেষ প্রতিনিধি
সবজির বাগানে গাঁজার গাছ চাষ করার অভিযোগে পুলিশ দু’টি গাঁজার গাছসহ বাদশা মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া (বিমান বন্দর রানওয়ের মাথায়) মৃত চাঁন মিয়ার ছেলে। সোমবার ১২ জুলাই রাতে কোতয়ালি মডেল থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বাদশাকে গাঁজার গাছসহ গ্রেফতার করেছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।
কোতয়ালি মডেল থানা পুলিশ জানান, সোমবার কোতয়ালি মডেল থানার এক এসআইসহ একদল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রাত পৌনে ৮ টায় বালিয়া ভেকুটিয়া গ্রামের বাদশা মিয়ার বাড়ির গেটের পাশে সবজির বাগানে অভিযান চালায়। এসময় বাদশা মিয়াকে গ্রেফতার করে। পরে তার দেখানো মতে দু’টি ১০ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার করে।
রাতে বাদশা মিয়ার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়।