সত্যপাঠ রিপোর্ট
যশোরে চলমান লকডাউনে হোটেল, রেস্টুরেন্টসহ খাবারের প্রতিষ্ঠান বন্ধ থাকায় ছিন্নমূল ও অভাবী মানুষ ও বেওয়ারিস কুকুরের খাবারের সংগ্রহ করা কঠিন হয়েছে পড়েছে। অনহারে তাদের দিন পার করতে হচ্ছে। স্বাভাবিক অবস্থার মত কেউ তাদের খাবার দিচ্ছেন না। তাদের কথা চিন্তা করে মানবিক উদ্যোগ নিয়েছেন যশোরের বিকেএসপির দুই শিক্ষার্থী।
পারিবারিকভাবে খাবার রান্না করে তারা শহরের বিভিন্ন মোড়ে বিতরণ করছে। এ কাজে তাদের সহযোগিতা করছেন তাদের বাবা খবির শিকদার ও মা ফিরোজা খাতুন সহ নিকট আত্মীয়স্বজন দূর্জয় সাহা, শফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, সানোয়ার আলম সানু, সুনাইরা শিকদার প্রমুখ।
এই মহান কাজের উদ্যোক্তা সুমাইয়া শিকদার ইলা ও তার ছোট বোন সুরাইয়া শিকদার এশা। তারা দুইজনই বিকেএসপির জুডো ও জিমনাস্টিক বিভাগের ছাত্রী। সপ্তাহব্যাপী এই মহৎ কাজ করার সিদ্ধান্ত নিয়েছে তারা।
সোমবার (১২ জুলাই) যশোর শহরের চৌরাস্তা, আরএন রোড ও মনিহার চত্বরে রাস্তায় ঘুরে ঘুরে ৩০টি কুকুর ও ৭০ জন অসহায় মানুষকে খাবার দেয়। সপ্তাহব্যাপী এই কর্মকান্ড চালাবে বলে জানায় যশোরের এই দুই শিক্ষার্থী।