মোকাদ্দেছুর রহমান রকি
সংক্রমন করোনা ভাইরাসে যশোরে নতুন করে মঙ্গলবার সকাল থেকে গত ২৪ ঘণ্টায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট মারা গেছেন ৭ জন। এ সময় আক্রান্ত হয়েছেন ৩শ’ ৬৫জন।
এছাড়া যশোর জেলায় মারা গেছে ১০ জন। এর মধ্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেডজোনে ভর্তিকৃত রোগীদের মধ্যে যশোর সদর উপজেলার গঙ্গা দেবী (৫৮), সদরের কামাল উদ্দীন (৭০),জহুরা খাতুন (৭৬), সেলিম (৪০), বাঘারপাড়া উপজেলার ভানুমতি বিবি (৭৫ৃ) ,ঝিনাইদহ জেলার আব্বাস আলী (৫৬),ঝিনাইদহ জেলার আলতাফ (৮২) মারা গেছে।
এছাড়া, অভয়নগর উপজেলা এলাকায় রিজিয়া বেগম (৬৭) ও কেশবপুর উপজেলায় আবু হোসেন সরকার (৭১) ও আনছার আলী (৫৫) মারা গেছেন। যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডা. আরিফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে ভর্তি রয়েছেন ১শ’ ৬৫জন এবং ইয়েলো জোনে ৬১ জন।
এদিকে, মঙ্গলবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ৮শ’৪৮ নমুনা পরীক্ষা করে ২শ’ ৭৮ জনের কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। শনাক্তের হার ৩২.৭৪। যর্শো জেলায় এপর্যন্ত সংক্রমন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৫ হাজার ৯শ ৭৬ জন, মারা গেছে ২৪০জন,সুস্থ্য হয়েছেন ৯ হাজার ৩শ’ ৮৩জন।