আশাশুনিতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

0
138

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার বড়দলে করোনা ভাইরাস মোকাবেলায় উপজেলা চেয়ারম্যানের পক্ষে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বুড়িয়া-ফকরাবাদ কানুর দোকানের মোড়স্থ বাসন্তী মন্দির চত্বরে এ সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি এবিএম মোস্তাকিমের পক্ষে বড়দল ইউনিয়নে নৌকার মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী কৃষকলীগের সভাপতি সোহরাব হোসেন মোড়ল এ স্বাস্থ্যসুরক্ষা বিতরণ করেন। স্বাস্থ্যসুরা সামগ্রী বিতরণ শেষে মহান সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলামীনের দরবারে মহামারী করোনাভাইরাস থেকে সকলকে হেফাজতের জন্য বিশেষ দোয়া করা হয়। এসময় আ’লীগ নেতা আনিসুজ্জামান বুলু, ইউপি সদস্য রমজান আলী মোড়ল, শিক অনুপম কুমার মন্ডল, আ’লীগ নেতা সুবহান আলী গাজী, আশাশুনি রিপোর্টাস কাবের সহ-সভাপতি এম এম সাহেব আলী, ওয়ার্ড কৃষকলীগের সভাপতি আজহারুল ইসলাম সরদার, বুড়িয়া ফাকরাবাদ বাসন্তী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার দেবনাথ, সংগঠনিক সম্পাদক শ্যামল কুমার পাল, কোষাধ্য পবিত্র কুমার নন্দী, সাংস্কৃতিক সম্পাদক সুজয় কুমার কুন্ডু, যুবলীগ নেতা চিত্তরঞ্জন সরকারসহ ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here