বিশেষ প্রতিনিধি
যশোর জেলা পুলিশের পক্ষ থেকে কর্মহীন ৮০ জন মোটর শ্রমিককে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে। সোমবার ১২ জুলাই বেলা ১১টায় যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) বেলাল হোসাইনের উপস্থিতিতে যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এই চাল বিতরণ করা হয়।
যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পদক সেলিম রেজা মিঠু বলেন, জেলা পুলিশ আমাদের শ্রমিকদের মাঝে ত্রাণ দিয়েছে। এতে শ্রমিকরা কৃতজ্ঞ। গাড়ি বন্ধ থাকায় আমাদের চাহিদা আরও বেশি। অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে মোটর শ্রমিকদের পরিবারের মাঝে চাল দেওয়া হয়েছে। এর আগেও দিয়েছি। সীমাবদ্ধতার কারণে ইচ্ছা থাকলেও অনেক কিছু করতে পারি না। এ সময় কোতয়ালী থানার ওসি তাজুল ইসলাম, পুলিশ পরিদর্শক সুমন ভক্ত, গোয়েন্দা পুলিশের ওসি রুপন কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।