বসুন্দিয়া প্রতিনিধি
ঈদুল আজহাকে সামনে রেখে বাঘারপাড়ার বুড়ি ভৈরব সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর উদ্যোগে ১২ জুলাই সোমবার বেলা ১১ টায় আলাদীপুর বাজারের আফরা সেখহাটি সড়কে সমিতির কার্যালয়ে সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি হাফিজুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে করোনা পরিস্থিতির স্বাস্থ্য বিধি মেনে দেড় শতাধিক গরীব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।
উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাঘারপাড়া উপজেলা সমবায় সমিতির কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা সমবায় সমিতির কর্মকর্তা জাহিদ হোসেন, আলাদীপুর বাজার কমিটির সভাপতি বি, এম মিজানুর রহমান মিজান, আলাদীপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক হাবিবুর রহমান মিনা। এসময় উপস্থিত ছিলেন বুড়ি ভৈরব সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সকাল কর্মকর্তাবৃন্দ।