মঈন উদ্দিন, ফুলতলা
“অধিকার ও পছন্দই মুলকথা, প্রজনন স্বাস্থ্য ও অধিকার প্রাধান্য পেলে কাঙ্খিত জন্ম হওয়ার সমাধান মেলে”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার বিশ্ব জনসংখ্যা দিবস ২০২১ উপলক্ষে ফুলতলা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এক জুম মিটিং অনুষ্ঠিত হয়। পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন।
অন্যানের মধ্যে আরও যুক্ত হন ফুলতলা প্রেসক্লাব কাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, পরিবার পরিকল্পনা পরিদর্শক মনজুরুল ইসলাম, জিল্লুর রহমান, নাছিম উদ্দিন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শেখ ইসমাইল হোসেন, সেলিম হোসেন, মুক্তা অধিকারী, পরিবার কল্যাণ পরিদর্শিকা তারিন, নাহিদ আক্তার, নিরোজা আক্তার বানু, পরিবার কল্যাণ সহকারী নিগার সুলতানা, রাফেজা খানম, রওশন আরা, নাছরিন খাতুন প্রমুখ। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরীতে পুরস্কার বিতরণ করা হয়।
যথাক্রমে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মনজুরুল ইসলাম, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী নিগার সুলতানা, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা নিরোজা আক্তার বানু, শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শেখ ইসমাইল হোসেন এবং সেরা ইউনিয়ন ২ নং দামোদর ইউনিয়ন নির্বাচিত হয়।