শনিবার যশোরে ১২ জনের মৃত্যু

0
122

মোকাদ্দেছুর রহমান রকি

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে শনিবার সকাল থেকে গত ২৪ ঘণ্টায় সংক্রমন করোনায় আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে নতুন করে ১২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে ১০ জনের এবং উপসর্গে মৃত্যু হয়েছে ২ জনের। যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে শনিবার ১০ জুলাই ভর্তি রয়েছেন ১শ’ ৭৮ জন। ইয়েলো জোনে আছেন ৬৪ জন। গত ২৪ ঘণ্টায় রেড জোনে ভর্তি হয়েছেন ৩১ এবং ইয়েলো জোনে ৪৫ জন। এদিকে, একই সময়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে ৬৩১টি নমুনা পরীক্ষা করে ২৫১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯.৭৭।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here