স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে কম সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে।
শনিবার থেকে রোববার ভোর পর্যন্ত মোট মারা গেছেন সাতজন। এরমধ্যে ছয়জন করোনা আক্রান্ত ছিলেন বলে নিশ্চিত হন কর্তৃপক্ষ। মৃতদের একজনের শরীরে করোনার উপসর্গ ছিল।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
গত এক সপ্তাহে প্রতিদিনই করোনায় মৃতের সংখ্যা দশের ওপরে ছিল। ৪ জুলাই মারা যান ১৭ জন (যার মধ্যে করোনা নিশ্চিত হয়েছিল সাতজনের), ৫ জুলাই মারা যান ১১ জন (করোনা আক্রান্ত ৬), ৬ জুলাই মারা যান ১২ জন (করোনা আক্রান্ত ৬), ৭ জুলাই মারা যান ১৪ জন (করোনা আক্রান্ত ৬), ৮ জুলাই মারা যান ১১ জন (করোনা আক্রান্ত ৫), ৯ জুলাই মারা যান ১২ জন (করোনা আক্রান্ত ৭) এবং ১০ জুলাই মারা যান ১২ জন (করোনা আক্রান্ত ১০)।
যশোর জেনারেল হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের রেড জোনে ভর্তি হয়েছেন ৩৩ জন। এই ওয়ার্ডে এখন চিকিৎসাধীন রয়েছেন ১৬৮ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ছয়জন।
এছাড়া, ইয়েলো জোনে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪০ জন। এই ওয়ার্ডে মোট চিকিৎসাধীন রয়েছেন ৮১ জন। মারা গেছেন একজন।
গত ২৪ ঘণ্টায় মৃত করোনা শনাক্ত ও উপসর্গ নিয়ে মৃতদের সাতজনই নারী; যাদের বয়স ২৩ থেকে ৬৫ বছরের মধ্যে।