যশোরে এমপি নাবিলের পক্ষে সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান বিপুল

0
129

সত্যপাঠ ডেস্ক

যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। শনিবার নরেন্দ্রপুর ইউনিয়নে সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল প্রধান অতিথি হিসেবে করোনায় কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

ইউনিয়নে ১৩০ জন কর্মহীন চা-মুদি দোকানি, রিকসা চালক, ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর পরিবারকে চাল, ডাল, তেল, লবণ ও আলু দেয়া হয়। এছাড়া এদিন যশোর শহরের ৬০০ পরিবারে সবজি পৌঁছে দেয়া হয়। আর বিকালে ৫ নম্বর ওয়ার্ডে ১০০ জনকে দেয়া হয় রান্না করা খাবার।

ইউনিয়নের রুপদিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে ইউপি চেয়ারম্যান মোদাচ্ছের আলীর সার্বিক ব্যবস্থাপনায় খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, শহর যুবলীগের আহবায়ক মাহমুদুল হাসান মিলু, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শহীদুজ্জামান শহীদ, নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু হানিফা, প্রধান শিক্ষক আলী আকবর, সদর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সদর উপজেলা যুবলীগের সদস্য আব্দুর রাজ্জাক, দেয়াড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক জাফর ইকবাল, নরেন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক প্রভাষক আল মাহামুদ, নরেন্দ্রপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জাহিদ হোসেন প্রমুখ।

এদিকে, করোনায় কর্মহীন মানুষকে রান্না করা খাবার দেয়া অব্যাহত রেখেছেন যশোর সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শনিআর তিনি শহরের খড়কী জেলা স্কুল মোড়ে ১০০ প্যাকেট খাবার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর রাজিবুল আলম, লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন, যশোর সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুজ্জামান শহিদ, শহর যুবলীগের আহবায়ক মাহমুদুল হাসান মিলু, দেয়াড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক জাফর ইকবাল, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জাবের হোসেন জাহিদ, জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আহসানুল করিম রহমান, সাংগঠনিক সম্পাদক কাজী রাইয়ান মৌমন, পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রেযোয়ান হোসেন মিথুন, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ারুল করিম, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

এছাড়া, অব্যাহত রয়েছে যশোর শহরে কর্মহীন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বাড়িতে বিনামূল্যে সবজি পৌঁছে দেয়া কর্মসূচি। শনিবার শনিবার ৬০০ পরিবারকে পটল, বেগুন, লাউ, পুঁইশাক, কচু, ঝিঙে, দেড়স, কাকরোল, মিষ্টি কুমড়াসহ বিভিন্ন সবজি দেয়া হয়। বিপুলের পক্ষে ১ নম্বর ওয়ার্ডে শহর মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক তছিকুর রহমান রাসেল, ৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর মোকছিমুল বারী অপু ও শফিকুল ইসলাম সোহাগ, ৪ নম্বর ওয়ার্ডে ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফিক, ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর রাজিবুল আলম ও জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আহসানুল করীম রহমান ও ৬ নম্বর ওয়ার্ডে শহর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আব্দুল কাদের নেতাকর্মীদের সাথে নিয়ে বাড়ি বাড়ি সবজি পৌঁছে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here