সহিদুল ইসলাম, মধুখালী
বাংলার মাটিতে জন্ম গ্রহন করে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মরহুম আ. রাজ্জাক এর সহধর্মিনী এবং ভেল্লাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল আহসান (মামুন) এর মা বিলকিস খানম বার্ধ্যকোজনিত কারনে গত শনিবার সন্ধ্যা ৭টায় নিজবাড়ী ভেল্লাকান্দিতে মৃত্যু বরন করেন। মৃত্যুকালীন সময় তার হয়েছিল প্রায় ৮৫ বছর।
তিনি ৬ ছেলে ২ মেয়ে, বেটার বউ, নাত-নাতনী এবং গুনগ্রাহী আতœীয় স্বজন রেখে গেছেন। রবিবার সকাল ৯টায় তার নিজ বাড়ীতে জানাযা শেষে ভেল্লাকান্দি গোরস্থানে তার লাশ দাফন করা হয়। তার আতœার শান্তির জন্য পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থী।