ইউরো কাপ : ফাইনালে আজ রাতেই নামছে ইতালি-ইংল্যান্ড

0
136

স্পোর্টস ডেস্ক

কৌশল, বুদ্ধি আর পরিকল্পনায় কারও থেকে কেউ পিছিয়ে থাকার কথা নয়। অবশ্য গ্যারেথ সাউথগেটের থেকে কিঞ্চিৎ এগিয়ে রাখা যায় রবার্তো মানচিনিকে। নুয়ে পড়া ইতালিকে যেভাবে টেনে আনলেন ইউরোর মতো বড় মঞ্চে, তাতে মানচিনিকে ধন্যবাদ দেবেই আজ্জুরিরা।

আজ তার সামনে আসল পরীক্ষা। তবে ফাইনাল হলেও বরাবরের মতো পছন্দের অ্যাটাকিং ফরমেশন ৪-৩-৩ ভরসা তার।

অন্যদিকে গ্যারেথ সাউথগেট অবস্থা বুঝে মাঝেমধ্যে একটু পাল্টে ফেলেন কৌশল। এবারের ইউরোয় তাকে তেমন ছকেই একাদশ সাজাতে দেখা যায়। যার মধ্যে কখনও ৪-৩-৩ আবার কখনও ৪-২-৩-১।

ইংল্যান্ডের গণমাধ্যমগুলো বলছে, গতিময় ইতালিকে আটকাতে পুরোপুরি আক্রমণাত্মক প্ল্যান সাজাতে নাও পারেন সাউথগেট। কিছুটা রক্ষণাত্মকও দেখা যেতে পারে। মূলত প্রতিপক্ষ দলের আক্রমণ ঠেকাতে রক্ষণ দেয়ালটা ঠিকঠাক রাখতে চাইবেন তিনি। সেজন্য হয়তো ৪-২-৩-১ ফরমেশনই আজ ইতালির বিপক্ষে ফলো করতে পারেন ইংলিশ কোচ। তবে ইতালি ভিন্ন পথে গেলে সাউথগেটও পাল্টাতে পারেন তার কৌশল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here