আগামী মঙ্গলবার থেকে মডার্নার গণটিকাদান শুরু

0
138

সত্যপাঠ ডেস্ক

রাজধানী ঢাকাসহ সকল সিটি কর্পোরেশন এলাকায় মডার্নার গণটিকাদান কর্মসূচি মঙ্গলবার (১৩ জুলাই) থেকে শুরু হচ্ছে।

ঢাকা সিটি কর্পোরেশন এলাকার ৪০টি সরকারি হাসপাতাল ও ঢাকার বাইরে সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন হাসপাতালে এ টিকা দেয়া হবে।

ইতোমধ্যে যারা রেজিস্ট্রেশন করেছেন এবং বয়সে অপেক্ষাকৃত প্রবীণ তারা অগ্রাধিকার ভিত্তিতে টিকাদানের সুযোগ পাবেন।

রোববার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তা ডাক্তার শামসুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, সৌদি আরবসহ যে সকল দেশে মর্ডানার টিকা স্বীকৃতি দিচ্ছে সে সকল দেশের জন্য প্রবাসীরা সিটি কর্পোরেশন এলাকায় মডার্নার টিকা গ্রহণ করতে পারবেন। তাদেরকে কষ্ট করে ফাইজারের টিকা নেয়ার জন্য রাজধানীতে আসতে হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here