বিশেষ প্রতিনিধি
যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি )’র অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক সোমেন দাশকে বদলী করা হয়েছে । বাগেরহাট জেলায় তাকে জনস্বার্থে বদলীর আদেশ দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানাগেছে।
পুলিশ পরিদর্শক সোমেন দাশ ১১ মাস আগে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহন করেন। এর আগে তিনি ডিবি’র পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ৮ জুলাই বৃহস্পতিবার এক আদেশে তাকে বাগেরহাট জেলায় বদলী করা হয়।