যশোরে আইনজীবী মিলন ও বাবুর মায়ের মৃত্যু, শোক

0
130

বিশেষ প্রতিনিধি

যশোরের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শরিফুল আলম মিলন ও অ্যাডভোকেট শাহরিয়ার বাবুর মা ফাতেমা বেগম (৮৫) ইন্তেকালে করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহির রাজেউন। ৯ জুলাই শুক্রবার বিকেলে তিনি নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন।

ফতেমা বেগম বেজপাড়ার আনসার ক্যাম্প রোডের সুপরিচিত মরহুম গিয়াস উদ্দিন মহুরির স্ত্রী। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্যা আত্মীয় স্বজন রেখে গেছেন। শুক্রবার বাদ এশা বেজপাড়া তালতালার মোড় জামে মসজিদের সামনে তার নামাজে জানাজা শেষে বেজপাড়া সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে বেজপাড়া তালতালার মোড় অনির্বাণ সংসদের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফুল আলম মিলনের মা ফাতেমা বেগমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অনিবার্ণ সংসদের বর্তমান সভাপতি জিল্লুর রহমান ভিটু, সাধারণ সম্পাদক কামাল হাসান পলাশ, ফ্রেন্ডস কাব যশোরের সভাপতি মাহমুদ এলাহী মানু, সাধারণ সম্পাদক কাজী আশরাফুল আজাদসহ নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here