ফুলতলায় ট্রাকের ব্যাটারী ও ইঞ্জিন চালিত ভ্যানসহ ২ চোর গ্রেফতার

0
128

ফুলতলা প্রতিনিধি

ফুলতলা থানা পুলিশ শুক্রবার রাত ৩ টায় উপজেলার যুগ্নীপাশা শেষ সিমানা এলাকা থেকে পিকআপে করে একটি ইঞ্জিন চালিত ভ্যান ও ৩ টি ট্রাকের ব্যাটারী চুরি করে নিয়ে যাওয়ার সময় ২ চোরকে আটক করেছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে অপর ২ চোর।

থানার অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিন জানান, গ্রেফতারকৃতরা হলো খালিশপুর কাশিপুর এলাকার ৭ নং ওয়ার্ডের মৃত শামসুদ্দিনের পুত্র রবিউল ইসলাম (৩০) ও গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার শওকত খাঁর পুত্র জাহিদ খাঁ (৩৭)। পুলিশ চুরিকৃত ইঞ্জিন চালিত ভ্যান, ট্রাকের ব্যাটারী ও বহনকারী একটি পিকআপ ভ্যান (খুলনা মেট্রো ন ১১-১২৩২) জব্দ করেছে।

চোরেরা যশোর থেকে উল্লেখিত ব্যাটারী চুরি করে নিয়ে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল বলে পুলিশ জানায়। এ ব্যাপারে ফুলতলা থানায় একটি চুরি মামলা (নং- ০৬, তারিখ- ০৯/০৭/২১ ইং) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here