পরিবহন শ্রমিকদের পাশে এমপি মাশরাফী

0
123

নড়াইল প্রতিনিধি

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় চলমান কঠোর লকডাউনে ক্ষতিগ্রস্থ পরিবহন শ্রমিকদের পাশে দাড়িয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। যানবাহন বন্ধ থাকায় ক্ষতিগ্রস্থ দুই শতাধিক শ্রমিককে খাদ্য সহায়তা দিয়েছেন। খাদ্য সহায়তার মধ্যে ছিলো ৫কেজি চাল, ১ কেজি ডাল, ১কেজি আলু ও ১টি করে সাবান।

শনিবার নড়াইল কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে এসবা খাদ্য সহায়তা বিতরণ করা হয়। খাদ্য সহায়তা বিতরণ করেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন, সাধারন সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র কাজী জহিরুল হক, জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোফাজ্জেল হোসেন, সাধারন সম্পাদক সাদেক আহম্মেদ খান, সাবেক জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক নিলয় রায় বাধন সহ অনেকে।

জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা সাদেক আহম্মেদ খান বলেন, ‘করোনার সংক্রমন বেড়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে শ্রমিকরা বেকার বসে অসহায় জীবন যাপন করছে। শ্রমিকরা তাদের স্ত্রী, সন্তানদের নিয়ে অনাহারে, অর্ধাহারে দিন কাটাচ্ছে। সেই মুহুর্তে আমাদের মানবিক সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার দেওয়া খাদ্য সহায়তা কিছুটা হলেও উপকারে আসবে। তবে শ্রমিকদের জন্য আরো খাদ্য সহায়তা ও আর্থিক সহযোগিতা প্রয়োজন। আশা করি এ ব্যাপারে সদাশয় সরকার শ্রমিকদের সহযোগিতায় এগিয়ে আসবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here